Speech of Super

সুপার মহোদয়ের বাণী

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। সুরা আলাক , (আয়াত-০১ ) মহান আল্লাহ পাকের সকল সৃষ্টির মধ্যে মানুষের দেহাবয়ব ও জ্ঞান বুদ্ধি ভিন্ন । আর মানুষের প্রত্যোক কাজ কর্ম ও আচরন এবং কথার জন্য সে জিজ্ঞাসিত হবে। সেই দিনের নাজাতের লক্ষ্যে যমুনা নদীর পুর্ব কুল ঘেষে টাংগাইল জেলার আওতাধীন কালিহাতী উপজেলার অন্তর্গত গোহালিয়া বাড়ী ইউনিয়নে আলীপুর গ্রামে অত্র মাদ্রাসাটি ১৯৮২ খ্রি: প্রতিষ্ঠিত হয়। শিক্ষার আলো বিচ্ছুরণে অবিরাম সফলতার স্বাক্ষর রেখে চলেছে দ্বীনি এই শিক্ষা প্রতিষ্ঠান। ইসলাম ও সাধারণ শিক্ষার সমন্বয়ে জ্ঞানের শ্রেষ্ঠ মারকাজ হিসেবে পরিচিতি লাভ করেছে সবর্ত্র । প্রযুক্তির ইতিবাচক প্রয়োগ ও বিশে^র নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে মাদ্রাসাটি সর্বমূখি কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে আলীপুর দারুচ্ছুন্নাৎ দাখিল মাদ্রাসার এ ওয়েব সাইটটির আত্মপ্রকাশ।
বাংলাদেশে ইসলামী শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে সরকারের আহবানে সাড়া দিয়ে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে ’’ অত্র মাদ্রাসাটি তন্মধ্যে অন্যতম। প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত মাদ্রাসার যত ছাত্র,শিক্ষক,অভিভাবক এবং মুহিব্বিন ও মুতায়াল্লিকিন ইহকাল ত্যাগ করে চলে গেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি তাদের  আত্মার  মাগফিরাত কামনা করছি। আমিন
মো: শাহাদোত হোসাইন।
সুপারিনটেনডেন্ট, আলীপুর দারুচছুন্নাৎ দাখিল মাদ্রাসা ।
কালিহাতী, টাংগাইল।
মোবাইল:- ০১৩০৯১১৪৩৩৩